5 Comentários

 1. ডেমো সিকার বাংলা ভিডিও করলে ভলহত উটু বে বাংলা ডেমো ভিডিও লাই

 2. ভাই, অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে আমাদের কাছে ফরেক্সের বিষয়গুলো তুলে ধরার জন্য। সেই সাথে আরও ধন্যবাদ যে, আমাদের কমেন্টগুলোর আপনি যথাসম্ভব উত্তর দেয়ার চেষ্টা করেন ভিডিওগুলোর মাধ্যমে। অনেক কৃতজ্ঞ আমরা আপনার কাছে।

  ভাইয়া, আপনার এ পর্যন্ত যতগুলো ভিডিও দেখলাম সেখান থেকে Basically আমরা এ পর্যন্ত একটা জিনিস বুজতে পারলাম যে, যেকোন একটা ট্রেডিং সিস্টেম ভাল করে রপ্ত করতে পারলে মোটামুটি ফরেক্স থেকে আয় করা সম্ভব। ফরেক্সে যেটা প্রয়োজন মনে হচ্ছে সেটা হল Discipline. Discipline ছাড়া কোনভাবেই এখানে টিকে থাকা সম্ভব নয়। একটা কথা আপনি সহ ফরেক্সের সব সিনিয়ররাই বলে থাকেন যে, আমরা যে ট্রেডটা প্রফিটে যায় তা অল্পতেই কেটে দিই আর যেটা লসে যায় সেটা ফিরে আসার আশায় থাকতে থাকতে বড় রকমের একটা লস করে ফেলি। এ পরিস্থিতি কাটানোর যে উপায়টা আপনি বললেন সেটা হল নিজের সিস্টেমের উপর ভরসা রাখা। আপনি এ পর্যন্ত অনেকগুলো সিস্টেম দেখিয়েছেন আমাদেরকে। তার মধ্যে ব্যক্তিগতভাবে আমার সবচেয়ে সহজ আর সুন্দর মনে হয়েছে "মুভিং অ্যাভারেজ ক্রসিং" সিস্টেমটা।
  আমি মূলত H4 Timeframe-এ যখন কোন ক্যান্ডেল ফুল বডিতে ক্লোজ হয়ে ক্রস করে তখনই Buy বা Sell Position নিই। এখন ব্যাপারটা কতটুকু কার্যকর তা দেখার জন্য mt4-এ Strategy Tester নামে একটা option. আছে। নিজের Strategy-টা analysis করার জন্য যদি একটা EA কিভাবে তৈরি করে মার্কেটে backtest করে দেখতে হয় তা নিয়ে যদি একটা ক্লাস দেন ভাইয়া খুব উপকার হবে। আসলে নিজের strategy-টার মার্কেটে Efficacy কতটুকু সেটা জানার জন্য Backtest-টা আমার মনে হয় খুবই দরকার।
  প্লিজ ভাইয়া, "How to make a EA for bactest your strategy" জাতীয় একটা ভিডিও দিন।

  পরিশেষে আপনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি।

 3. একটা পিসিতে দুইটা মনিটর ব্যবহার করি ।আর টার্মিনাল একটা আমি এখন দুই মনিটরে একটা টার্মিনাল দিয়ে দুইটা পেয়ার কি ভাবে আনবো। জানালে উপকৃত হতাম

Comentários estão fechados.